শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ম্যারিকোর ৫০ লক্ষ টাকার অনুদান

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস, বাংলাদেশেও এই ভাইরাস সংক্রমণের প্রকোপ শুরু হয়ে গেছে। জনগণের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে সম্প্রতি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০ লক্ষ টাকার অনুদান দিয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।

এর আগে প্রাণঘাতী কোভিড-১৯ এর প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের এই সংকটময় সময়ে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিতে এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এগিয়ে এসেছে ম্যারিকো।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক হস্তান্তর করেন ম্যারিকো বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক আশীষ গোপাল ও প্রধান অর্থ কর্মকর্তা ইলিয়াস আহমেদ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস চেক গ্রহণ করেন।

ম্যারিকো বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক আশীষ গোপাল বলেন, “আমরা সবাই এক কঠিন সময় পার করছি। এসময়ে আমাদের প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে সম্ভাব্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। কেবল আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কোভিড ১৯-এর বিরুদ্ধে এই লড়াইয়ে সফল হতে পারবো। এই অনুদান জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় সরকারের প্রতি আমাদের ক্ষুদ্র অবদান।এ সংকট মোকাবিলায় আমরা আমাদের কর্মী, ভোক্তা এবং সমাজের জন্য যথাসাধ্য চেষ্টা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  সাধারণ ছুটি বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত ২৮ মে

সংবাদটি শেয়ার করুন