বৈশ্বিক করোনার প্রাদুর্ভাবে সারা বাংলাদেশে সরকার ঘোষিত ছুটি চলছে। কলকারখানা থেকে শুরু করে সবকিছু বন্ধ। বিপাকে পড়েছে দিনমজুর, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষেরা, এই মানুষগুলো যখন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন, তখন এই সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে হেল্প ফর ডিপ্রাইভড ফাউন্ডেশন।
গত কয়েকদিন ধরে রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় দুইটি সুবিধাবঞ্চিত স্কুলসহ ৩০০ জন পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্যদ্রব্যকে বিতরণ করেছে। ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাহমুদুল হাসান ছোটন জানান, আমরা প্রায় ৫০০০ হাজার পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করার প্রচেষ্টা নিয়ে কাজ করছি। উল্লেখ্য যে ফাউন্ডেশনটি, ২০১৪ সাল থেকে দোয়েল নামক একটি ফ্রি স্কুল পরিচালনার পাশাপাশি সারাদেশে বিভিন্ন উন্নয়ন ও সচেতনতা মূলক কাজ করে আছে।
আনন্দবাজাপর/এফআইবি