রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরে করোনায় এক ব্যক্তির মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছে। মারা যাওয়া দুই জনের মধ্যে একজনের বাসা রাজধানীর মিরপুর-১১ তে। যার বয়স ৬৮ বছর। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন তিনি। মসজিদে যাওয়া ছাড়া বাড়ী থেকে বের হতেন না তিনি।

জানা গিয়েছে, করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে ইসলামী ব্যাংক হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। প্রাথমিক চিকিৎসা ও পরামর্শপত্র দিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে।

মৃত ব্যক্তির ছেলে জানান, বাবার শরীর বেশি খারাপ হয় ২ এপ্রিল। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই আমরা। বাবাকে প্রথমে ভর্তি নিতে চায়নি কুর্মিটোলার চিকিৎসকরা। ইসলামী ব্যাংক হাসপাতালের চিকিৎসকের রেফারেন্স দেখালে তারা ভর্তি নেন এবং করোনা টেস্ট করেন। শুক্রবার সকালে টেস্টে করোনা ধরা পড়ে বাবার। পরে দুপুরেই মারা যান তিনি।

তিনি মনে করেন, মসজিদ বা রাস্তার কারও সংস্পর্শে গিয়েই তার বাবা করোনায় আক্রান্ত হয়েছে।

৪ এপ্রিল সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের আইইডিসিআর জনিয়েছে, তারা সংক্রমণের কারণ জানার চেষ্টা করছে।

মৃত ব্যক্তির বাড়ির সবাইকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদটি শেয়ার করুন