রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর সড়কে যান চলাচল বেড়েছে

করোনা মোকাবিলায় সাধারণ ছুটির ষষ্ঠ দিনে রাজধানীর সড়কে বেড়েছে যান চলাচল। সেইসঙ্গে বেড়েছে জনসাধারণের চলাচলও। তবে অধিকাংশ লোকজনকেই সুরক্ষা সামগ্রী হিসেবে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পড়ে থাকতে দেখা গেছে।

এর আগে করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার সবাইকে ঘরে থাকার আহ্বান জানায়। তবে কর্মদিবস হিসেবে সরকারি-বেসরকারি কিছু অফিস এবং ব্যাংক খোলা থাকায় অনেকের বের হতে হচ্ছে। তবে নিম্নআয়ের মানুষের চলাচলি সবচেয়ে বেশি।

এইদিকে সামাজিক দূরত্ব নিশ্চিতে রাজধানীর প্রধান প্রধান সড়কে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর টহল রয়েছে। মাইকিং করে সাধারণ মানুষকে ঘর থেকে বের হতে তারা নিরুৎসাহিত করছেন স্থানীয় প্রশাসন এবং অলিগলিতে গিয়ে বিদেশ ফেরত কেউ থাকলে সে তথ্য থানায় জানাতে বলছেন তাঁরা।

এছাড়া রাজধানীর অনেক এলাকায় জনগণের মধ্যে মাস্ক ও করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করছেন সেনাবাহিনীর সদস্যরা।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সংবাদটি শেয়ার করুন