ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুরে করোনা সন্দেহে এক ব্যক্তির মৃত্যু

করোনা ভাইরাসের উপসর্গ তথা জ্বর-সর্দিতে আক্রান্ত হয়ে বিরামপুরে ফরহাদ হোসেন ওরফে তাজির উদ্দিন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) ভোরে তার মৃত্যু ঘটে। এলাকাবাসীর সন্দেহ করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটেছে। এ নিয়ে এলাকায় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরপর ওই বাড়ির চার সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের তপসী গ্রামে। এদিকে তিনি মারা যাওয়ার পর ওই এলাকায় যাতে বাহির থেকে কোন লোক ঢুকতে বা বের হতে না পারে সেজন্য গ্রাম পুলিশের পাহারা বসানো হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

এলাকাবাসী জানান, ফরহাদ হোসেন কুমিল্লায় একটি বাড়িতে কৃষি শ্রমিকের কাজ করতেন। তিনি যে বাড়িতে কাজ করতেন সেই বাড়ির মালিক সম্প্রতি সৌদিআরব থেকে দেশে ফিরেছেন। ওই বাড়ির সবাই হোম কোয়ারেন্টিনে ছিলেন। ১০-১২ দিন আগে ফরহাদ জ্বর-সর্দিতে আক্রান্ত হয়ে কুমিল্লা থেকে পালিয়ে নিজ বাড়িতে আসেন। বাড়ি ফিরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছিলেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন