শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে প্রতিদিন জীবাণুনাশক ছিটাবে পুলিশ

নগরবাসীর সুরক্ষায় ৮ টি ক্রাইম বিভাগে ওয়াটার ক্যানন দিয়ে জীবাণুনাশক ছিটানোর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার থেকে প্রতিদিন দুইবার করে ওয়াটার ক্যানন দিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটানোর এই কার্যক্রম শুরু হয়েছে।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই চলাফেরা করতে পারবেন। তবে প্রয়োজন ছাড়া কেউ যাতে রাস্তায় না বের হন সে জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

প্রতিদিন প্রথমবার বেলা ১০টা থেকে ১২টার মধ্যে আর দ্বিতীয়বার ছিটানো হবে বেলা ৪টা থেকে ৬টার মধ্যে। পুলিশের আট বিভাগে আটটি জল কামান এক সঙ্গে জীবাণুনাশক ছিটাবে। প্রতিটি জলকামানে ১২ হাজার লিটার করে জীবাণুনাশক থাকবে।

সব মিলিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় এক সঙ্গে ৯৬ হাজার লিটার জীবাণুনাশক রাস্তায় ছিটানো হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  স্বরূপকাঠিতে গ্রাম পুলিশদের মাঝে প্রনোদনার অর্থ বিতরণ

সংবাদটি শেয়ার করুন