শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা: মৃতের সংখ্যা ছাড়ালো ১৮ হাজার

করোনাভাইরাসে আক্রান্ত দেশ, অঞ্চল ও মানুষের সংখ্যা দিনকে দিন বেড়ে চলেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ১৯৬টি দেশ ও অঞ্চলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা চার লাখ সাত হাজার ৬৩৩ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৫০ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার্সের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। জানা যায়, এই সময়ে দেশটিতে পাঁচ হাজার ৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যেখানে নতুন করে মারা গেছেন ৩৫ জন। তবে সব চেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গেছে ইতালিতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৪৩ জন আক্রান্ত হয়ে মারা গেছে।

তালিকার তৃতীয় অবস্থানেই রয়েছে স্পেন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৫৫ জন। আক্রান্তদের মধ্য থেকে মারা গেছেন ৪৮৯ জন। অন্যদিকে ইরানে গত ২৪ ঘণ্টায় ১২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  অসহায় পরিবারে পাশে গাইবান্ধার ডিসি

সংবাদটি শেয়ার করুন