শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাবনায় হোম কোয়ারেন্টিনে ৬৮৮ জন

গত ২৪ ঘন্টায় পাবনা জেলায় নতুন করে আরো ৫৭ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ নিয়ে সর্বমোট পাবনায় ৬৮৮ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। এছাড়া পাবনায় ৩ হাজার ৩০০ জন প্রবাসী আসলেও তারা কোথায় আছে তা নিশ্চিত হওয়া যায়নি।

পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় এ তথ্য জানান।

সভায় কবীর মাহমুদ বলেন, পাবনায় এখন পর্যন্ত কোন করোনাভাইরাস রোগী সনাক্ত হয়নি। যে একজনকে করোনা সন্দেহে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিলো তার নেগেটিভ ফলাফল এসেছে। সবাইকে আতঙ্ক না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল জানান, বিদেশ ফেরত মোট মানুষের যে সংখ্যা আপনারা পেয়েছেন, তাদের বেশিরভাগই আসছে গত জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে। তারা তো আক্রান্ত নন। তবে আমরা খুঁজে বের করছি শেষ গত দুই সপ্তাহে কারা বিদেশ থেকে পাবনায় এসেছে। তাদেরকেই কেবল হোম কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। আবার বিদেশ ফেরত অনেকে পাবনার বাইরে থাকে। প্রশাসনের সহযোগিতায় তাদের খুঁজে বের করা হচ্ছে।

 

আনন্দবাজার/এফআইবি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মাদকের অভিযানকে ব্যাহত করতে ওসির বিরুদ্ধে মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন