শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিবহন থেকেও ছড়িয়ে পড়ছে করোনা

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। জীবন বাঁচাতে এখন লকডাউন পরিস্থিতি এবং কোয়ারেন্টাইনে রয়েছেন অনেকেই। আবার অনেকেই এখনো বাইরে বের হচ্ছেন। ব্যবহার করছেন গণপরিবহন, রিক্সা, সিএনজি, পাঠাও কিংবা উবার। তারা কতটা নিরাপদে আছেন?

শুধুমাত্র করোনায় আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শেই নয় বরং তার ব্যবহার্য সব ধরনের জিনিসও ভাইরাসের কবলে পড়ে। সেইসঙ্গে বিভিন্ন পরিবহনের সিটগুলোও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম থেকেই করোনা বিষয়ক বিভিন্ন ধরনের সতর্কবার্তা প্রকাশ করেছে। সম্প্রতি ট্যাক্সি ও অ্যাপভিত্তিক বিভিন্ন পরিবহণে ওঠার বিষয়েও সতর্কতা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’

বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমান সময়ে রাস্তায় বের হওয়া যখন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সেখানে গণপরিবহণ ও ট্যাক্সি বা অ্যাপভিত্তিক বিভিন্ন পরিবহনে ওঠা আরো বেশি ঝুঁকিপূর্ণ। ভাবুন তো একবার, আপনি যেই সিটে বসে যাচ্ছেন ওই সিটে যে একটু আগে কোনো করোনায় আক্রান্ত রোগী বসে ছিলেন না বা এই উবারে কোনো হাসপাতালে রোগীকে পৌঁছে দেয়ার হয়েছে কিনা তারো কোনো প্রমাণ নেই।

বিশেষজ্ঞরা বলছেন অন্তত দুই সপ্তাহ সবাইকে ঘরে থাকতে হবে। করোনা মোকাবিলায় এখন এটিই সর্বোত্তম পন্থা।

আনন্দবাজার/ টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  তিন বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদটি শেয়ার করুন