শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৪টি আইসিইউ নিয়ে হবে করোনার চিকিৎসা

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে প্রাথমিকভাবে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তত করা হয়েছে। যেখানে রয়েছে মাত্র চারটি আইসিইউ। চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে আইসোলেশনের জন্য ব্যবহার করা হবে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হবে চট্টগ্রাম রেলওয়ে বক্ষব্যাধী হাসপাতাল। উপজেলাগুলোতে মোট ১৩৫ টি বেড প্রস্তত রয়েছে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য।

তাছাড়াও চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিসেস (বিআইটিআইডি) তে করা হবে করোনা আক্রান্তদের চিকিৎসা এবং পরীক্ষা। তবে হাসপাতালটির এক কনসালট্যান্ট জানায়, করোনা পরীক্ষার কিট এখনও চট্টগ্রামে আসেনি। চালু করা হবে ছয়টি হটলাইন।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী বলেন, নগরীতে তিনটি হাসপাতাল, ফৌজদারহাটের বিআইটিআইডি ও উপজেলা পর্যায়ে ১৩৫ বেড নিয়ে আমরা প্রস্ততি নিয়েছি আমরা। জরুরি প্রয়োজনে যেন বেসরকারি হাসপাতালগুলো অন্তত দুটি আইসিইউ করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য বরাদ্দ দেন, সেই বিষয়ে কথা বলে রেখেছি আমি।

আনন্দবাজার/এস.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বিআরটিএ ও মন্ত্রণালয়কে ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিতে নোটিশ

সংবাদটি শেয়ার করুন