শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছে ঢাকায়

জেলা ভিত্তিক বিশ্লেষণে উঠে এসেছে কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত রোগী রয়েছে। দেখা গেছে দেশের মোট ৩৩ জন আক্রান্তের মধ্যে ঢাকা শহরেই রয়েছে করোনা আক্রান্ত ১৫ জন। এছাড়া মাদারীপুরে ১০ জন, নারায়ণগঞ্জে ৩ জন, গাইবান্ধায় ২ জন, কুমিল্লায় ১ জন, গাজীপুরে ১ জন এবং চুয়াডাঙ্গায় রয়েছেন ১ জন।

সোমবার অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

দেশে করোনা আক্রান্তদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে যুবকরাই এই ভাইরাসে বেশি আক্রান্ত। দেশে বর্তমানে ৩৩ জন করোনা আক্রান্তের মধ্যে ২০ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে ১৮ জন। দশ বছরের নিচে রয়েছে দুইজন। আক্রান্তদের মধ্যে পুরুষ দুইভাগ এবং নারী এক ভাগ।

বয়সভেদে আক্রান্তের সংখ্যা:

দশ বছরের নিচে রয়েছে ২ জন।
১০ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে ১ জন।
২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছে ৯ জন।
৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে ৯ জন।
৪১ থেকে ৫১ বছরের মধ্যে রয়েছে ৫ জন।
৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছে ১ জন।
৬০ বছরের ওপরে রয়েছে ৬ জন।

এই পরিসংখ্যান থেকে পরিলক্ষিত হচ্ছে দেশে যুবকরাই বেশি করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ধু-ধু বালুচরে বেকার জেলেরা

সংবাদটি শেয়ার করুন