শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

উবারের রাইড শেয়ারিং সেবা বন্ধ

করোনার কারণে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে উবারের শেয়ারিং রাইড সেবা। ফলে ব্যবহারকারীরা আপাতত ব্যবহার করতে পারবেন না অ্যাপের মাধ্যমে উবার পুল ফিচারটি। তবে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে এখনো কিছু জানায়নি উবার।

বিভিন্ন দেশে উবার পুল বন্ধের বিষয়ে উবার জানায়, সাম্প্রতিকালের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। করোনাভাইরাস থেকে ব্যবহারকারী ও চালককে বাঁচাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাপের মাধ্যমে রাইড শেয়ার সাময়িকভাবে বন্ধ করা।

বাংলাদেশে উবার পথচলার তিন বছর পূর্তিতে গত বছরের নভেম্বরে প্রতিষ্ঠানটি ‘উবার পুল’ নামে নতুন সেবা চালু করে। যার মাধ্যমে একই পথের একাধিক যাত্রী একটি গাড়িতে যাতায়াত করার সুবিধা পেতেন।

আনন্দবাজার/ টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম উচ্ছেদ, সড়কের সহযোগিতা

সংবাদটি শেয়ার করুন