রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার প্রভাব ফরিদপুরের যৌনপল্লিতে, বন্ধ ঘোষণা

করোনা পরিস্থিতিতে ফরিদপুর শহরের দুইটি যৌনপল্লি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

শনিবার দুপুরের শহরের রথখোল ও সিঅ্যান্ডবি ঘাটের (নৌবন্দর) পল্লিদুটি বন্ধ করার ঘোষণা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা।

ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম রেজা জানান, শহরের এ দুটি যৌনপল্লিতে জায়গা অনেক কম। এছাড়া পরিবেশও ঘিঞ্জি। এখানে প্রায় তিনশতাধিক যৌনকর্মী রয়েছে। বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াতে এতে করে থাকে এখানে। সংক্রমণ ঝুঁকি থাকায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পরামর্শে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, মানবিক কারণে এ সময়ে যৌনকর্মীদের খাদ্য সহায়তা হিসেবে প্রাথমিক পর্যায়ে এক-দুইদিনের মধ্যে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া বন্ধকালে যৌনকর্মীদের কাছ থেকে বাড়িওয়ালাদের ঘরভাড়া না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে- এটিও তিনি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  ঢাকায় গ্যাস সংকট চলবে আরও কয়েকদিন

সংবাদটি শেয়ার করুন