গাজীপুরে মহান মুক্তিযোদ্ধাদের প্রথম সশস্র প্রতিরোধ দিবসে ‘‘অনুপ্রেরণা-১৯ ভাস্কর্যে’’ পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে গাজীপুর জেলা পরিষদ। এদিন পুষ্পস্তবক অর্পণ, শহীদদের কবর জিয়ারত, মুক্তিযোদ্ধাদের সম্ভোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস.এম.তরিকুল ইসলাম, তৎকালীন সশস্র প্রতিরোধ যুদ্ধের অগ্র-নায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার মিয়া সহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ ।
জেলা প্রশাসক এস.এম.তরিকুল ইসলামের নের্তৃত্বে তৎকালীন ১৯ মার্চের প্রথম সশস্র প্রতিরোধ যুদ্ধে শহীদ হুরমত, নেয়ামত, মনু খলিফা ও কালু মিয়ার কবর জিয়ারত ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এদিকে গাজীপুর জেলা পরিষদ কর্তৃক পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যগণ ও সহকারী প্রকৌশলী মোঃ আবুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
আনন্দবাজার/শাহী