করোনা নিয়ে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে র্যাব।ইতিমধ্যে গুজব ছড়ানোর দায়ে ২ জনকে গ্রেফতার ও অর্ধশত ব্যক্তিকে নজরদারিতে রাখার কথা জানিয়েছে তারা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে র্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যন্ট কর্নেল সারওয়ার বিন কাশেম এ কথা বলেন।
তিনি জানান, করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবে র্যাব।
আনন্দবাজার/রনি