ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত দুজনকে ছাড়া হবে যেকোনো দিন : স্বাস্থ্যমন্ত্রী

করোনায় আক্রান্ত তিনজনের মধ্যে যে দুজন সুস্থ হয়ে উঠেছেন তাদের যেকোনো দিন ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনোয় আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন সুস্থ হয়ে উঠেছেন। তাদের যেকোনো দিন ছাড়া হবে। বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনাও দুজন সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকার সতর্ক ও সজাগ রয়েছে। করোনা মোকাবিলা করতে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে তাদের। এর আগে সামিট গ্রুপের পক্ষ থেকে পাঁচটি থার্মাল স্ক্যানার স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

বর্তমানে মন্ত্রণালয়ের কাছে মোট ১০টি স্ক্যানার রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব জায়গায় স্ক্যানার স্থাপন করা হয়েছে এই মেশিনগুলো সেখানে ব্যাকআপ হিসেবে থাকবে এবং নতুন স্থানেও স্থাপন করা হবে। এছাড়া যারা বিদেশে রয়েছেন তাদের এই মুহূর্তে দেশে না আসার অনুরোধ জানান তিনি।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন