ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ১৭ শ’ কোটি বিনিয়োগ করবে কোকাকোলা

বাংলাদেশে ১ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছেন বিশ্বখ্যাত কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকোলার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জেমস কোয়েনসি।

মঙ্গলবার প্রথমবারের মতো ঢাকায় এসেছেন জেমস কোয়েনসি। দুপুরে রাজধানীর একটি হোটেলে নারী উদ্যোক্তাদের সাথে একটি অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

কোয়েনসি ওই অনুষ্ঠানে আরও বলেন, গেল পাঁচ বছরে ৮৫০ কোটি টাকার বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন কার্যক্রমের জন্য আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ১ হাজার ৭০০ কোটি টাকা (২০ কোটি ডলার) বিনিয়োগের পরিকল্পনা করছেন তারা। চলতি বছরের মধ্যে বাংলাদেশের এক লাখ নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার কথাও জানান তিনি।

 আরও পড়ুন : চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা

জানা গেছে, বাংলাদেশে ২০১৫ সালে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তৈরির লক্ষ্যে ‘উইমেন বিজনেস সেন্টার’ প্রকল্প চালুর মাধ্যমে ৫ বাই ২০ (ফাইভ বাই টুয়েন্টি) কর্মসূচি শুরু করে কোকাকোলা বাংলাদেশ।

আজ বিকেলেই তিনি নিজ দেশের উদ্দ্যেশে ঢাকা ত্যাগ করবেন।

আনন্দবাজার/ এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন