ঢাকা | মঙ্গলবার
১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

মেরিনড্রাইভে চালু হলো দোতলা বাস সার্ভিস

সম্প্রতি দেশের পর্যটন নগরী কক্সবাজারে টেকনাফ মেরিনড্রাইভ  ভ্রমণকারীদের জন্য অনন্য সুবিধার ‘অ্যাকোয়াহোলিক ট্যুরিস্ট ক্যারাভান’ নামে বিশেষ বাস চালু হয়েছে। ৫০ আসন বিশিষ্ট দোতলা এই বাসে রয়েছে আন্তর্জাতিক মানের সব সুযোগ-সুবিধা। পর্যটকরা এতে চড়ে সমুদ্রের সৌন্দর্য্য দেখার পাশাপাশি পাহাড়ের অপরূপ দৃশ্যও উপভোগ করতে পারবেন।

একপাশে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, অন্যপাশে পাহাড়ের সারি। মাঝখানে আকর্ষণীয় কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়ক। ৮০ কিলোমিটার দৈর্ঘ্যের পৃথিবীর দীর্ঘতম এই মেরিনড্রাইভের দু’ পাশ জুড়ে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের ছড়াছড়ি। কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা মেরিনড্রাইভ দিয়ে যাতায়াত করার সময় যাতে নয়নাভিরাম এই সৌন্দর্য্য উপভোগ করতে পারেন, সেজন্য প্রথমবারের মতো চালু করা হলো ‘অ্যাকোয়াহোলিক ট্যুরিস্ট ক্যারাভান’ নামে বিশেষ বাস সার্ভিস।

৫০ আসন বিশিষ্ট দোতলা এই বাসে লাইব্রেরি, ওয়াইফাই, কিচেন, খাবারের ব্যবস্থা ও টয়লেটসহ রয়েছে আন্তর্জাতিক মানের সব ধরণের সুযোগ-সুবিধা। গত বুধবার দুপুরে ইনানীতে এই সার্ভিসের উদ্বোধন করা হয়। জানা যায়, প্রতিদিন সকালে পেঁচারদ্বীপ রেজুখাল পয়েন্ট থেকে টেকনাফ বিচ পর্যন্ত চলাচল করবে ছাদখোলা এই বাসটি। প্রতিদিন যাত্রা শুরু করবে সকাল ৯টা।

পর্যটন শিল্পের প্রসারের লক্ষ্যে এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এমন আয়োজন পর্যটকদের আরো বেশি করে আকৃষ্ট  এবং উপভোগ্য করে তুলবে গোটা ভ্রমণকেই।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন