ঢাকা | শুক্রবার
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দুই ঘণ্টার চেষ্টায় আমিন বাজারের আগুন নিয়ন্ত্রণে

সাভারের আমিন বাজার এলাকার পাওয়ার গ্রিডে লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে সেখানে আগুন লাগে। দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পান তারা। পরে ৭টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ঘটনাস্থলে ১২টি ইউনিট গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়েও কিছু জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন