শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জমে উঠেছে অমর একুশে বইমেলা

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মানুষের ঢল নেমেছে  অমর একুশে বইমেলায়। বইপ্রেমী আর দর্শনার্থীদের ভিড়ে জমে ওঠেছে পুরো মেলা প্রাঙ্গণ। বেলা যত গড়াচ্ছে বইপ্রেমী মানুষের ভিড়ও তত বাড়ছে। এদিকে নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে মেলায় আসার কথা বলছেন অভিভাবকরা।

বই মেলায় তরুণ-তরুণীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সাদা-কালো পোশাকে শোকের আবহ নিয়ে অনেক নারী-পুরুষই এসেছে মেলায়। আবার অনেকে এসেছেন সপরিবার নিয়ে।

মেলার স্টলগুলোর কর্মীরা বলেছেন, ফেব্রুয়ারি মাসব্যাপী বইমেলা সবচেয়ে বেশি জমজমাট হয়ে ওঠে আজকের এই দিনে। এ দিনে বইয়ের বিক্রিও হয় সর্বোচ্চ।

শিশুদের বইয়ের দোকানে ভিড় দেখা যায় বেশি । শিশু একাডেমির স্টলে রয়েছে উপচেপড়া ভিড়। শিশু একাডেমি স্টলের এক বিক্রয়কর্মী  বলেন, ‘এ বছর আমাদের নতুন ২৮০টি বই এসেছে। সকাল থেকে অনেক বই বিক্রি হচ্ছে। বাচ্চাদের পছন্দের শীর্ষে রয়েছে ভূতের বই। আমাদের স্টলে ভূতের বই না থাকলেও কমিকস, বিশিষ্টজনদের জীবনী, বিজ্ঞানভিত্তিক ও মুক্তিযুদ্ধের বই কিনছে শিশুরা।’

সকাল সাড়ে ৮টায় স্বরচিত কবিতা পাঠের আসরের মাধ্যমে মেলা মঞ্চে অনুষ্ঠান শুরু হয়। সারা দেশের বরেণ্য কবিরা ভাষা আন্দোলন নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেছেন অনুষ্ঠানে। বিকেলে বাংলা মেলা মঞ্চে অমর একুশের বক্তৃতা হবে। এ অনুষ্ঠানে বক্তব্য দেবেন- অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এরপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আনন্দবাজার/রনি

আরও পড়ুনঃ  করোনায় আক্রান্ত ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক কর্মী

সংবাদটি শেয়ার করুন