ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে প্রায় ৮০ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

ভাষা শহীদদের প্রতি সম্মান ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধার জন্য ঝিনাইদহে প্রায় ৮০ ভাগ সরকারি প্রাইমারি স্কুল ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার। যখন ভাষা শহীদদের সম্মান জানানোর দিনটা আসে ঠিক তখনই এসব শিক্ষা প্রতিষ্ঠানে কলাগাছ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করা হয়। আর কতগুলো প্রাইমারি বা মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই তার তথ্য জানা নেই জেলা শিক্ষা অফিসে।

ঝিনাইদহ জেলা প্রাইমারি শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলায় ৯’শ ৭টি সরকারি প্রাইমারি স্কুল আছে। এসব স্কুলে অনেক টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ হয়েছে। নির্মাণ হয়েছে সুন্দর ওয়াশরুম। এমনকি অনেক টাকা ব্যয়ে গেট নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ের পরিবেশেও সুন্দর হয়েছে। শুধু নির্মাণ করা হয়নি শহীদ মিনার। শিক্ষার্থীরা চায় তাদের স্কুলে শহীদ মিনার নির্মাণ করা হোক। জেলায় মাধ্যমিক বিদ্যালয় আছে ২’শ ৯৭টি। তার মধ্যে অনেক গুলোতে শহীদ মিনার নেই। শহীদ মিনার নির্মাণের ব্যাপারে নেই কারো কোনো মাথা-ব্যাথা।
কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, স্কুলে শহীদ মিনার না থাকায় অন্য স্কুলে গিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের সম্মান জানাতে হয়। তাদের স্কুলে একটি শহীদ মিনার নির্মাণের দাবি।

এ বিষয়ে জেলা প্রাইমারি শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, জেলার অনেক প্রাইমারি স্কুলে শহীদ মিনার নেই। স্থানীয়দের সহযোগিতায় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব জানান, জেলায় ২৯৭টি মাধ্যমিক স্কুল আছে। তার মধ্যে অনেক স্কুলে শহীদ মিনার নেই। তবে শহীদ মিনার নির্মাণের কর্মসূচি নেওয়া হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন