শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শুরু হলো বিজিএমইএ ভবন ভাঙার কাজ

অবশেষে শুরু হয়েছে বিজিএমইএ ভবন ভাঙার কাজ। বুধবার সকালে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম উপস্থিত থেকে ভবনটি ভাঙার কাজের উদ্বোধন করেন। হাতুড়ি ও হেমার দিয়ে ভবনটির ছাদ ভাঙছেন শ্রমিকরা। এবং সরিয়ে নেওয়া হচ্ছে ভবনের কাচ।

জানা যায়, বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর পুরোদমে কাজ শুরু হবে। বিদ্যুৎ ও পানির সংযোগ না পাওয়ায় এর আগে কয়েক দফায় ভবন ভাঙার কাজ পিছিয়ে যায়।

ভবন ভাঙার কাজ পাওয়া নছিরুল্লাহ বলেন, আমরা ভবনের কাচ সতর্কতার সঙ্গে খুলে নিচ্ছি। পাশাপাশি ছাদ থেকে ম্যানুয়াল পদ্ধতিতে শ্রমিকরা ভাঙার কাজ শুরু করছে। আজকে বিদ্যুৎ সংযোগ পাবো। এরপর পুরোদমে কাজ শুরু করবো।

বিজিএমইএ ভবনটি সরিয়ে নিতে ২০১৯ সালের ১২ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিল হাইকোর্ট। নির্দেশনা বাস্তবায়নে সময় পার হওয়ার পর গত বছরের ১৬ এপ্রিল ভবনটিতে তালা ঝুলিয়ে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

জানা গেছে, ভবন ভাঙার কার্যক্রম পরিচালনা এবং দুর্ঘটনা মোকাবিলায় বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে দুটি টিম গঠন করা হয়েছে। যারা বিজিএমইএ ভবন ভাঙার কাজে সার্বক্ষণিক মনিটরিংএ থাকবে।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  কৃষকের ধান কেঁটে বাড়ি পৌছে দিলেন এমপি

সংবাদটি শেয়ার করুন