শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় যাওয়ার পথে ট্রলারডুবে ১৫ রোহিঙ্গার মৃত্যু

সেন্টমার্টিনে ট্রলারডুবির ঘটনায় ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৬০ জনকে। হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে  আশঙ্কা করছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, হতাহতদের সকলেই রোহিঙ্গা নাগরিক। অবৈধভাবে নৌকার মাধ্যমে সাগরপাড়ি দিয়ে মালয়েশিয়ায় যাচ্ছিলেন তারা।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার নাইমুল হক  বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, পাথরের সাথে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে গেছে। এখন পর্যন্ত এ ঘটনায়  ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে কমপক্ষে ৬০ জন। প্রাথমিকভাবে আমরা জানতে পাড়ি  ট্রলারটিতে মোট ১২০ জন যাত্রী ছিলো।

আনন্দবাজার/এফআইবি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  খামারীদের অত্যাচারে অতীষ্ট স্বরুপকাঠির দুই গ্রামের দেড় সহস্রাধিক মানুষ

সংবাদটি শেয়ার করুন