মাঘ আসার সাথে সাথে দেশ থেকে শীত যেন হঠাৎ করে উধাও হয়ে গিয়েছে। কিন্তু একেবারে পালিয়ে যায়নি। কারণ আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দেশের কয়েকটি স্থানে মঙ্গলবার থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। এবং এই শৈত্যপ্রবাহ তিন দিন অব্যাহত থাকবে।
আবহাওয়াবিদরা জানান, আবারও কমবে তাপমাত্রা। তবে বেশি দিন স্থায়ী হবে না। এরপর বাড়লেও ফের কমতে পারে। এমন অবস্থাই থাকতে পারে মাঘ মাস জুড়ে।
তারা আরও বলেন, সোমবার রাজধানীসহ সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সারাদেশে। এছাড়া সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টির হওয়ারও সম্ভাবনা আছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আনন্দবাজার/এস.কে