ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রবৃদ্ধি কমবে বাংলাদেশের – জাতিসংঘ

এই বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি গত বছরের তুলনায় কমবে। জাতিসংঘের মতে এই বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৭.৮ শতাংশ। যা গত বছরের তুলনায় ০.৩ শতাংশ কম। গত শুক্রবার জাতিসংঘ প্রকাশিত “বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাবনা – ২০২০” শীর্ষক একটি প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি বৈশ্বিক গড় প্রবৃদ্ধির চেয়েও কমেছে। ২০১৮ সালে ৫.৬ শতাংশ  থেকে ২০১৯ সালে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি কমে ৩.৩ শতাংশে দাঁড়িয়েছে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রবৃদ্ধি খুব কম হলেও বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান ও নেপালের প্রবৃদ্ধির শক্তিশালী বৃদ্ধির কারণে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধিতে আরও খানিকটা কম প্রভাব পড়েছে।

২০২০ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমলেও পাকিস্তান ও ভারতের তুলনায় বাংলাদেশের প্রবৃদ্ধি বেশি হবে। পাকিস্তান ও ভারতের এই বছরে প্রবৃদ্ধি হবে যথাক্রমে ২.১০ শতাংশ ও ৬.৬ শতাংশ।

বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের অর্থনীতি গার্মেন্টস ও টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল। চীন-আমেরিকা বাণিজ্যযুদ্ধের কারণে বাংলাদেশের এইক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে  চীন-আমেরিকা বাণিজ্য চুক্তির পর এই সম্ভাবনা কতটা বাস্তবে রুপ পাবে তা চিন্তার বিষয়।

আনন্দবাজার/জায়েদ

সংবাদটি শেয়ার করুন