ঢাকা | শনিবার
২৬শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পদোন্নতির জন্য কারও পেছনে ঘোরার প্রয়োজন নেই

সরকারি চাকরিজীবীদের উদ্দেশে অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘পদোন্নতির জন্য কারও পেছনে ঘোরার প্রয়োজন নেই। কিংবা ঘুষ নিয়ে কারও দেয়ার প্রয়োজন নেই। আপনি যদি আপনার কাজটা সঠিকভাবে করেন এবং সেটা যদি জনকল্যাণে কাজে আসে, তাহলে আপনি পদোন্নতি বা আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবেন।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কনশাস কনজ্যুমার্স সোসাইটির আয়োজনে ‘ভোক্তা অধিকার সম্মেলন ২০২৪’-এ এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আরেকটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে পণ্য আমদানি করা হয়। ব্রাজিলসহ আরও অন্যান্য দেশ থেকে। সেক্ষেত্রে অনেকগুলো মধ্যস্বত্বভোগী চলে আসে। এর আগে জি-টু-জি প্রকল্প হাতে নেয়া হয়েছিল। কিন্তু কর্পোরেট প্রতিষ্ঠানের কারণে মাঝপথে আটকে যায় বা তাদের মাধ্যমে কেউ প্রভাবিত হয়ে সরকারের দিক থেকে সেটা আটকে দেয়। এবার এই উদ্যোগটা আবার নেবো।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সরাসরি জি-টু-জির মাধ্যমে মধ্যস্বত্বভোগেীদের ইলিমিনেইট করে আমরা যাতে জনগণের কাছে ন্যায্য মূল্যে পৌঁছে দিতে পারি। সেটা আমরা উদ্যোগ নেবো।’

দ্রব্যমূল্যের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘দায়িত্বে আসার পর পর যে কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হই, সবগুলোই একটা আরেকটার সঙ্গে কানেক্টটেড। যেমন বন্যার সঙ্গে দ্রব্যমূল্যের কানেকশান আছে। বিশ্বজুড়ে এই সময়ে ভোজ্য তেলের দাম অকল্পনীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে ক্ষমতার যে একটা ট্রানজিশন, শুধু ক্ষমতার না, এর প্রভাবটা প্রত্যেক জায়গায় আছে। তার একটা প্রভাব বাজারে পড়েছে।’

তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান বৃদ্ধি দেখতে পাচ্ছিলাম। সেটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েই কাজ শুরু করি। ভোক্ত অধিকারের কার্যক্রম তো আছেই, তার পাশাপাশি প্রত্যেক জেলায় টাস্কফোর্স গঠন করা হয়েছে। সেখানে ছাত্র প্রতিনিধিরাও আছে।

আনন্দবাজার/ আরবি

সংবাদটি শেয়ার করুন