শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মেলায় জমে উঠেছে বাহারি জুতার পসরা

জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় পাওয়া যাচ্ছে দেশী-বিদেশী নানা রং আর ডিজাইনের সব জুতা। বিক্রেতারা জানান, নারী ক্রেতাদের কাছে দেশি জুতার চেয়ে বিদেশি জুতার চাহিদাই বেশি। তবে মানসম্মত ও আধুনিক ডিজাইনের জুতা তৈরিতে পিছিয়ে নেই দেশি উদ্যোক্তারাও।

এদিকে নানা রংয়ের আর নানান ডিজাইনের জুতার পসরা বসেছে রাজধানীর শেরেবাংলানগরের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। দর্শনার্থীরা নিজের পছন্দের জুতা খুঁজে চলেছেন বাহারি কালেকশান থেকে।

নিজেদের পণ্যের প্রচার ও প্রসার মূল উদ্দেশ্য হলেও মেলায় আগত ক্রেতাদের আগ্রহের কথা মাথায় রেখে বিদেশি জুতাও স্টলে তুলেছেন উদ্যোক্তারা। মেলায় দেশি চামড়ার জুতার দাম পড়বে ২ হাজার থেকে ২৪শ’ টাকা। আর স্যান্ডেল পাওয়া যাচ্ছে, ১২ থেকে ১৫শ’ টাকার মধ্যে। পাশাপাশি মিলবে বিক্রয়োত্তর সেবাও।

তবে নারী ক্রেতাদের প্রথম পছন্দ বিদেশি জুতা। ক্রেতাদের এই চাহিদা মাথায় রেখে ভারত, থাইল্যান্ড এবং চীনের পণ্য নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারাও। এছাড়া অনেক স্টলেই বিদেশি জুতা মিলছে একদর-এক হাজার টাকায়।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  রূপগঞ্জে চোরাই তেলসহ গ্রেফতার ৪

সংবাদটি শেয়ার করুন