শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৪.৩৩ শতাংশ: সিইসি

উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৪.৩৩ শতাংশ সিইসি

উপজেলা নির্বাচনে চতুর্থ ধাপে ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন।

বুধবার (০৫ জুন) বিকেলে ভোটগ্রহণ শেষে ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সিইসি জানান, চতুর্থ ধাপের মোট ৫ হাজার ১৪৪টি ভোটকেন্দ্রের ২ হাজার ৮৯ নির্বাচন কর্মকর্তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইসি এ হিসাব করেছে। তবে ভোটার উপস্থিতি কম থাকার কারণ সম্পর্কে কিছু বলেননি তিনি।

হাবিবুল আউয়াল বলেন, কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এদিন দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছিল বলে ইসি সচিব শফিউল আজিম জানিয়েছিলেন।

উল্লেখ্য, চতুর্থ ধাপে আজ দেশের ৬০ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপে কোটিপতি ১০৬ প্রার্থী, সাড়ে ৬৬ শতাংশই ব্যবসায়ী

সংবাদটি শেয়ার করুন