শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মিঠাপুকুরে উপজেলা চেয়ারম্যান হলেন আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান

রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মিঠাপুকুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, মিঠাকুকুর যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান কামরু।

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কামরুজ্জামান কামরু হেলিকপ্টার প্রতীকে ৭০ হাজার ৮’শ ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা পেয়েছেন ৪৬ হাজার ৭ শত ৫৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বাবু নিরঞ্জন মহন্ত তালা প্রতীকে ৫৭ হাজার ৭’শ ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হালিম মন্ডল উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ২৫৬ ভোট। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা আখতার জেসমিন কলস প্রতীকে ৭১ হাজার ৮২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোয়ারা বেগম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৭৫৬ ভোট।

দ্বিতীয় ধাপের নির্বাচনে এই উপজেলায় মোট ১৫৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ‍্যে ৭০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ ছিল। ১৯জন ম‍্যাজিস্ট্রেট,৩৪টি মোবাইল টিম, ৪প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপত্তার দায়িত্বে ছিলেন। উপজেলায় মোট ৪ লাখ ৪৬ হাজার ৩৯৬জন ভোটার ছিল। এরমধ্যে ১ লাখ ২৪ হাজার ২৭০ জন ভোটার ভোট প্রদান করেন। ভোট প্রদানের শতকরা হার ২৭.৭৭%।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মাদারীপুরে সারমজুতে ব্যবসায়ীর দণ্ড, জব্দ ৮২৭ বস্তা সার

সংবাদটি শেয়ার করুন