শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটের সদর ও পাঁচবিবি উপজেলায় নির্বাচনের সরঞ্জাম বিতরণ

জেলার জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার প্রতিটি কেন্দ্রে দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচনী সরঞ্জামাদি প্রেরণ করা হয়েছে।

সোমবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলার জয়পুরহাট সদর উপজেলার মরহুম মুজিবুর রহমান ঢালী মিলনায়তন ও পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তন থেকে পুলিশ ও আনসার সদস্যদের পাহারায়- স্বচ্ছ ব্যালট বাক্স, সিলগালা সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি ২উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মোট- ১৫১টি ভোটকেন্দ্রে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে এসব নির্বাচনী সরঞ্জামাদি প্রেরণ করা হয়। মঙ্গলবার (২১মে) ভোট গ্রহণ শুরুর আগে কেন্দ্র গুলোতে প্রয়োজনীয় সংখ্যক ব্যালট পেপার পাঠানো হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য,দ্বিতীয় ধাপের এবারের উপজেলা পরিষদ নির্বাচনে জয়পুরহাট সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন ,ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  হিলিতে ট্রেন লাইনচ্যুত, সকল রুটের রেল যোগাযোগ বন্ধ

সংবাদটি শেয়ার করুন