শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইতালির ভিসার আবেদন করা যাবে বিনামূল্যে

ইতালির ভিসার আবেদন করা যাবে বিনামূল্যে

নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে ইতালিতে কাজের ভিসার আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে বিনামূল্যে।

ইতালির দুতাবাসের নির্দেশনায় নতুন পদ্ধতিতে আগামী ৩১ মার্চ থেকে অনলাইনেই করা যাবে বুকিং। এ নিয়ে ভিএফএস গ্লোবাল আবেদনকারীদের জন্য কিছু নির্দেশনা প্রদান করেছে।

ইতালি ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল শুক্রবার (২৯ মার্চ) জানিয়েছে, আগামী ৩১ মার্চ থেকে আবেদনকারীরা তাদের ভিসা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এটি করার জন্য তাদের বিবরণসহ work.appointment@vfsglobal.com ঠিকানায় শুধুমাত্র একটি ইমেল পাঠাতে হবে।

আবেদনকারীদের দ্রুত ভিসা দিতেই ইতালি দূতাবাস এমন পদক্ষেপ নিয়েছে। ফলে, ইতালির ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে নতুন এই বুকিং পদ্ধতি চালু করার নির্দেশনা দিয়েছে তারা। কারণ  ইতালি গমনেচ্ছু বাংলাদেশিদের দেশটিতে যাওয়ার অনুমোদন আসার পর ঢাকায় দেশটির দূতাবাসে পাসপোর্ট জমা দিতে ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নি‌তে হয়।

আবেদনকারীদের জন্য ভিএফএস গ্লোবালের নির্দেশনাগুলো হলো,

  • একজন আবেদনকারী শুধুমাত্র একটি ইমেল পাঠাতে পারবেন।
  • একটি ইমেল এবং মোবাইল নম্বর শুধুমাত্র একজন আবেদনকারীর জন্য গ্রহণযোগ্য।
  • একই ইমেল আইডি থেকে প্রাপ্ত একাধিক আবেদন বা একই মোবাইল নম্বর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে।
  • অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ইমেল আসার ক্রম অনুসারে।
  • আগামী ৩০ দিনের মধ্যে নুল্লাওস্তার মেয়াদ শেষ হচ্ছে এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • যেসব আবেদনকারীর বৈধ ও যাচাইকৃত নুল্লাওস্তা নেই তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে না। এই ক্ষেত্রে, আবেদনকারীদের স্পষ্টকরণের জন্য ইটালিতে তাদের নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ করতে হবে।
  • ভুল তথ্য শেয়ার করার ফলে যাচাইকরণ ব্যর্থ হতে পারে এবং এর ফলে অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাখ্যান হতে পারে।
  • জাল বা ভুয়া তথ্য পেলে তা পুলিশকে জানানো হবে।
আরও পড়ুনঃ  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধান বক্তা মোদী

এছাড়া প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে অর্থ প্রদানের জন্য জিজ্ঞাসা করা কাউকে বিশ্বাস করবেন না। সন্দেহজনক কিছুর ক্ষেত্রে, তা অবিলম্বে ভিএসএফ গ্লোবাল এবং ঢাকার ইতালি দূতাবাসে রিপোর্ট করুন।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন