শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে ধবলধোলাই দিলো অস্ট্রেলিয়ার মেয়েরা

বাংলাদেশকে ধবলধোলাই দিলো অস্ট্রেলিয়ার মেয়েরা

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টানা তৃতীয় ওয়ানডেতে একশ’র আগেই অলআউট করে বাংলাদেশকে হোয়াইটওয়াশের স্বাদ দিলো বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েরা।

বুধবার (২৭ মার্চ) টস হেরে ব্যাটিং করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৮৯ রানে অলআউট হয় স্বাগতিক শিবির।

এ সামান্ন রান তাড়া করতে নেমে মাত্র ১৮.৩ ওভারে ২ উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দেশের মাটিতে এই প্রথম কোনো ওয়ানডে সিরিজে ধবলধোলাই হলো বাংলাদেশ।

এদিন ৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই অস্ট্রেলিয়ান ওপেনার করেন দু’রকমের ব্যাটিং। হিলি আক্রমণাত্মক ব্যাটিং করলেও লিচফিল্ড ভুগছিলেন বেশ। সুলতানার বলে ফিরতি ক্যাচ দিয়ে ২৭ বলে ১২ রান করা লিচফিল্ড থামলে ভাঙে ৪৩ রানের ওপেনিং জুটি। ৩৪ বলে ৩৩ রান করে হিলি এলবিডব্লিউ হন রাবেয়ার বলে। বেথ মুনি ও এলিসা পেরি এরপর বেশি সময় নেননি। দুজনের অবিচ্ছিন্ন ৩৪ বল ৩৯ রানের জুটিতে নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার একপেশে জয়।

প্রথমে টস হেরে ব্যাট করতে গিয়ে আগের দুই ম্যাচের মতই চলে উইকেট পতনের মিছিল। দ্বিতীয় ওভারে এলিসা পেরির শিকার হন সুমাইয়া আক্তার। পরের ওভারে ফারজানা হক পিংকিকে তুলে নেন কিম গার্থ। তিনে নামা মুরশিদা খাতুন ফেরেন ৮ রান করে।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি চেষ্টা চালিয়েছেন কিছুটা। সঙ্গী পাননি সেভাবে। রিতু মনি, ফাহিমা খাতুনরা ফেরেন তড়িঘড়ি। বাংলাদেশের রান একশোর কাছে যায় টেল এন্ডারদের ব্যাটে। স্বর্ণা আক্তার, সুলতানা খাতুন আর মারুফা আক্তার যান দুই অঙ্কে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  কমমূল্যের প্রলোভন-প্রযুক্তির ফাঁদ

সংবাদটি শেয়ার করুন