শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ “। – এ প্রতিপাদ্য নিয়ে দেশের অন্যান্য স্থানের ন্যায় জয়পুরহাটে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৪ পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার জয়পুরহাটে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে- সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি জয়পুরহাট সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের মোহাম্মদ মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে (মোহাম্মদ মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে) ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে – দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেট, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু’র পত্নী- মেহের নিগার শিউলি ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লুন নাজমা স্বাগত বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বহিষ্কৃত যুবলীগ নেতা এনামুলের বিরুদ্ধে চার্জশিট

সংবাদটি শেয়ার করুন