শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাউফলে মেছো বিড়াল উদ্ধার

বাউফলে মেছো বিড়াল উদ্ধার

উপজেলার মদনপুররা ইউনিয়নের রাম-লক্ষণ গ্রামের পরিসংখ্যান অফিসার মোঃ সবুজ মৃধার বাড়ির পিছন থেকে মেছো বিড়ালটি উদ্ধার করা হয়।

যানা যায়, গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকালে সবুজ মৃধার মা বিউটি বেগম ঘরের পিছনের দরজা খুল্লে হঠাৎ একটি মেছো বাঘ দেখতে পেয়ে চিৎকার শুরু করে এবং বিউটি বেগমের ছেলে সবুজ মৃধা সহ মেছো বাঘটি দেখে বাড়ির আশেপাশের লোকজন জড়োয়া হয়।পরে উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সবুজ মৃধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজীকে বিষয়টি জানালে (ইউএনও) বশির গাজী উপজেলা বন কর্মকর্তা মো. বদিউজ্জামান খান সোহাগকে ঘটনাস্থলে পাঠান এবং পরিসংখ্যান অফিসার মোঃ সবুজ মৃধা মেছো বিড়ালটিকে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।তবে মেছো বিড়ালটির বাম পায়ে আঘাতপ্রাপ্ত অবস্থায় ছিল।

পরে উপজেলা বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জামান খান সোহাগ মেছো বিড়ালটি উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এ বিষয় উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্কা বদিউজ্জামান খান সোহাগ আনন্দবাজার প্রতিবেদককে বলেন, মেছো বিড়ালটি উদ্ধার করে চিকিৎসা দিয়ে সুস্থ করে জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯২

সংবাদটি শেয়ার করুন