শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জয়পুরহাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

রাত ১২টা ১মিনিটে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু হয়।

এদিন প্রথমে শহীদ বেদীতে আনুষ্ঠানিক ভাবে পুষ্পস্তবক অর্পণ করেন-ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর। এর পর পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামীলীগ সভাপতি আরিফুর রহমান রকেট সহ একে একে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক- সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এছাড়াও, জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ,পেশাজীবী ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে প্রভাত ফেরি, স্কুল-মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থী এবং শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি, কুইজ ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীসহ দিনব্যাপি নানা কর্মসূচিতে দিবসটি পালিত হয়েছে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  শিশুদের শিক্ষা যেন অভিশাপ

সংবাদটি শেয়ার করুন