শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় গ্রন্থাকার দিবস পালিত

জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় গ্রন্থাকার দিবস পালিত

‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে জয়পুরহাটে জাতীয় গ্রন্থাকার দিবস পালিত হয়েছে।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা জাতীয় গ্রন্থাগারের যৌথ উদ্যোগে শহরের মরহুম মজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি আরিফুর রহমান রকেট, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল হক বাবুল,রাজা চৌধুরী, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু , আবু বকর সিদ্দিক, আবদুল মজিদ ও সুফিয়া সুলতানা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রচনা লেখা প্রতিযোগিতা, বইপড়া ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য এ অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সুন্দরবনে ৫৫ শতাংশ বেড়েছে ডলফিন

সংবাদটি শেয়ার করুন