শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনালী ব্যাংকের ৪০০০ কোটি টাকা লোপাট: হলমার্ক মামলার রায়ের তারিখ ঘোষণা

সোনালী ব্যাংকের ৪০০০ কোটি টাকা লোপাট হলমার্ক মামলার রায়ের তারিখ ঘোষণা

আদালত সোনালী ব্যাংকের প্রায় ৪ হাজার কোটি টাকার ঋণ দুর্নীতির ১১টি মামলার মধ্যে একটির রায়ের তারিখ ধার্য করেছেন। হলমার্ক কেলেঙ্কারির এক যুগ পর আগামী ২৮ ফেব্রুয়ারি রায়ের দিন নির্ধারণ করা হলো।

রোববার (২৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেমের বেঞ্চ মামলার যুক্তিতর্কের শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করেন।

এ মামলায় আসামি হলেন ১৯ জন। এদের মধ্যে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেসমিন ইসলাম, জেনারেল ম্যানেজার তুষার আহমেদ, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক জিএম মীর মহিদুর রহমান, উপ- মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. সফিজউদ্দিন আহমেদ, ডিএমডি মাইনুল হক, এজিএম মো. কামরুল হোসেন খান এবং নকশী নিটের এমডি মো. আবদুল মালেক কারাগারে রয়েছেন। এছাড়া জামিনে রয়েছেন উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আলতাফ হোসেন (সাময়িক বরখাস্ত) এবং সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার।

মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন-প্যারাগন গ্রুপের এমডি সাইফুল ইসলাম রাজা, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম ননী গোপাল নাথ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, সহকারী উপ-মহাব্যবস্থাপক মো. সাইফুল হাসান, নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন, ম্যাক্স স্পিনিং মিলসের মালিক মীর জাকারিয়া, টি অ্যান্ড ব্রাদার্সের পরিচালক তসলিম হাসান, ডিএমডি মো. আতিকুর রহমান এবং সোনালী ব্যাংক ধানমণ্ডি শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা মেরি।

প্রসঙ্গত, অস্তিত্বহীন ম্যাক্স স্পিনিং মিলসের নামে প্রায় ৫২৬ কোটি টাকা ঋণ নেয়া হয়। এর মধ্যে ১০ কোটি ৫০ লাখ টাকা আত্মসাত করেন আসামিরা।মামলায় আদালত চার্জশিটের মোট ৮১ জন সাক্ষীর মধ্যে ৫৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন। ২০১৬ সালের ২৭ মার্চ আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  রায়গঞ্জের সলঙ্গায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন