শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে ১৪০ অনিয়ম, আটক ৪২

নির্বাচনে ১৪০ অনিয়ম, আটক ৪২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট দেয়া, জোর করে ভোট দেয়াসহ সারাদেশে মোট ১৪০টি অনিয়মের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৪২ জনকে আটক করা হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এসব তথ্য জানিয়েছে।

নানা অনিয়মের অভিযোগে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ৯টি আসনে মোট ২১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়। আর অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪২ জনকে আটক করা হয়েছে।

নির্বাচনে কারচুপি, ভোটকেন্দ্র দখল, মারধর ইত্যাদি অভিযোগ এনে ভোট বর্জন করেছেন ৪০ জন প্রার্থী। এর মধ্যে জাতীয় পার্টি, তৃণমূল, গণফোরাম, স্বতন্ত্র এবং নৌকা প্রার্থীও রয়েছেন।

ইসি জানিয়েছে, গোটা দেশে ৪০ শতাংশ ভোট পড়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা নির্বাচনী সহিংসতা ও অনিয়ম বন্ধের চেষ্টা করেছি। যার ফলও হাতেনাতে পাওয়া গেছে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বিমানে সবার জন্য ৫০% মূল্য ছাড়

সংবাদটি শেয়ার করুন