শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুটি দেশ থেকে ইসির অ্যাপে সাইবার হামলা: ইসি সচিব

দুটি দেশ থেকে ইসির অ্যাপে সাইবার হামলা: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের অ্যাপে ইউক্রেন ও জার্মানি থেকে সাইবার হামলা চালানো হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সচিব মো. জাহাংগীর আলম।

জাহাংগীর আলম বলেন, নির্বাচন কমিশন (ইসি) ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে। যেখানে ভোটের তথ্য লাইভ আপডেট জানানো হবে। তবে রবিবার সকাল থেকেই ইসির এই অ্যাপ্লিকেশন ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ তোলেন ভোটাররা।

নির্বাচন কমিশনের মুখপাত্র মো. জাহাংগীর আলম বলেন, ইউক্রেন, জার্মানিসহ আরেকটি দেশ থেকে এই অ্যাপটিকে স্লো করে দেওয়া হয়। আমাদের টিম সারা রাত কাজ করেছে, এখনও করতেছে এটি সচল রাখতে। একটু স্লো থাকলেও এখন এটা চলতেছে।

তিনি আরও বলেন, ২১ কোটি টাকা ব্যয়ে অ্যাপ তৈরির খবরটি সঠিক নয়। ছয় বছর মেয়াদের একটি প্রকল্পের ব্যয় হলো ২১ কোটি টাকা। সেই প্রকল্পের একটি পার্ট হলো এই অ্যাপ। প্রকল্পের প্রথম বছর চলছে। এখনও পর্যন্ত আমরা ব্যয় করেছি আট কোটি টাকার মতো।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সোনারগাঁয়ে স্বর্ণকারের ওপর হামলা ও স্বর্ণালঙ্কার লুট

সংবাদটি শেয়ার করুন