শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

হজ নিবন্ধনের সময়সীমা ১৮ জানুয়ারি পর্যন্ত বাড়ল

হজ নিবন্ধনের সময়সীমা ১৮ জানুয়ারি পর্যন্ত বাড়ল

হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহা. আবু তাহিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

পূর্বে ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া হজ নিবন্ধন এর সময়সীমা ছিল গত ১০ ডিসেম্বর পর্যন্ত। পরে হজ নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ায় মন্ত্রণালয়।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী হজযাত্রীরা ১৮ জানুয়ারি পর্যন্ত ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন বা প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন।

এছাড়া, প্রাথমিক নিবন্ধন করার পর ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে প্যাকেজের অবশিষ্ট টাকা জমার মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, এ পর্যন্ত ২ হাজার ৯৫২ জন সরকারিভাবে এবং ২২ হাজার ৯৬১ জন বেসরকারিভাবে হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী বছরে দেশের এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ১২ মাসে ৯ বার বেড়েছে স্বর্ণের দাম

সংবাদটি শেয়ার করুন