শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

জয়পুরহাটে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দিনব্যাপি নানা কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে জয়পুরহাট শহরের মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের পর বর্ণিল বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোঃ সবুর আলী। পরে সেখানে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে ” দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় ” – শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, দুদক নওগাঁ সমন্বিত জেলা সহকারী পরিচালক তানভীর আহম্মেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ, সাধারণ সম্পাদক মিসেস সাবিনা চৌধুরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাহাদুল ইসলাম সাজু, সহ-সভাপতি নুরুল আমিন প্রমুখ ।

দিবসটি উপলক্ষে সন্ধ্যায় সাড়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় দুর্নীতি বিরোধী তথ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয় ।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  হাসপাতালের বিল দিতে না পেরে নবজাতককে বিক্রি করলো মা

সংবাদটি শেয়ার করুন