ঢাকা | বুধবার
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু

জয়পুরহাটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু

নিরাপদ মাতৃত্ব পরিকল্পনা পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জয়পুরহাটে শনিবার থেকে পরিবার পরিকল্পনা বিভাগের ‘ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ‘ এর কার্যক্রম শুরু হয়েছে। এ সেবাদান কার্যক্রম থেকে একজন উপকারভোগিও যেন বাদ না পড়েন সে ব্যাপারেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠ পরিদর্শন, তদারকি ও মনিটরিং জোরদার করা হয়েছে।

এ সেবা সপ্তাহের প্রথম দিনে (শনিবার) জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. কেএম জোবায়ের গালিব জেলার জয়পুরহাট সদর , কালাই ও ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার কল্যাণ কেন্দ্র , বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারী ও মাঠ কর্মীদের এ সেবাদান কার্যক্রম তদারকি (সুপারভিশন/ পরিদর্শন) করেন এবং নিজেও সেবাদানে অংশগ্রহণ করেন।

জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যক্রমে দীর্ঘ কয়েক বছর যাবত সমগ্র বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে রয়েছে। এ অর্জন(সাফল্য)ধরে রাখার জন্য- জেলার পরিবার পরিকল্পনা বিভাগের জেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ৩শতাধিক কর্মকর্তা-কর্মচারী ও মাঠকর্মী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান এ কর্মকর্তা (ডা. কেএম জোবায়ের গালিব) ।

উল্লেখ্য, আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার প্রতিটি উপজেলার প্রতিটি পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে ডোর টু ডোর (সেবা গ্রহীতাদের বাড়ি বাড়ি গিয়ে) পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের বিভিন্ন সেবা প্রদান করবেন স্বাস্থ্যকর্মীরা ।

সংবাদটি শেয়ার করুন