শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ, ১০ ডিসেম্বর দেশব্যাপী মানববন্ধন

বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ, ১০ ডিসেম্বর দেশব্যাপী মানববন্ধন

সরকারের পদত্যাগের এক দফাসহ বিভিন্ন দাবিতে আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি।

সোমবার (০৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

এসময় রুহুল কবির রিজভী অবরোধের পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন পালনের ঘোষণা দেন।

ফলে আগামী বুধবার, ৬ ডিসেম্বর ভোর ৬টা থেকে শুক্রবার, ৮ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম, খুন, গায়েবি মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির দলীয় নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সমন্বয়ে ঢাকাসহ সারাদেশের জেলা সদরে ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।’

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করোনাভাইরাস নিয়ে ৫টি ভুল ধারণা

সংবাদটি শেয়ার করুন