শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জয়পুরহাটে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগ। মঙ্গলবার দুপুরে শহরের রেলগেট থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করেন
বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও রেলওয়ের পশ্চিমাঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান।

রেল বিভাগ সূত্রে জানা গেছে, জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকার অবৈধভাবে ১০০টি স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছেন অবৈধ দখলদাররা।এ সময় রেলের জায়গায় অবৈধভাবে নির্মিত দোকানপাট উচ্ছেদ করা হয়। এই স্থাপনা উদ্ধারে উচ্ছেদ অভিযানে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও রেলওয়ের পশ্চিমাঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান জানান, জয়পুরহাট রেল স্টেশন এলাকায় রেলওয়ের উন্নয়ন কাজ হবে। রেললাইন সম্প্রসারণ ও সোজা হবে। এখানে অবৈধভাবে স্থাপনা আছে ১০০ টির বেশি। সেই জমি উদ্ধার করতে আজ থেকে অভিযান শুরু হলো। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বিশ্বের সকল শিশুর জন্য নিরাপদ পৃথিবী গড়তে হবে

সংবাদটি শেয়ার করুন