প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আজ গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জয়পুরহাটের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৪টি প্রকল্প সহ মোট ১৪টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
এর মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন- ১হাজার ২৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানে নবনির্মিত অবকাঠামো সমূহের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সে সময় তিনি(প্রধানমন্ত্রী) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন জয়পুরহাট জেলার ৪টি উপজেলার মোট চারটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ গুলোর মধ্যে রয়েছে- ৬৪টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সক্ষমতা বৃদ্ধির শীর্ষক প্রকল্পের আওতায়- ৭কোটি ৩১লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে একটি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাঁচতলা একাডেমিক কাম ওয়ার্কশপ ভবন নির্মাণ, পরিচালন বাজেট আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনাবাসিক ভবন নির্মাণ সম্প্রসারণ কাজের আওতায়- ৮০লাখ ৭৫হাজার টাকা ব্যয়ে একটি উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট একতলা একাডেমি ভবন নির্মাণ, নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায়- ২কোটি ৭৩ দশমিক ৯১লাখ টাকা ব্যয়ে একটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের চার তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন নির্মাণ এবং পরিচালন বাজেটের আওতায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অনুকূলে অনাবাসিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ কাজ প্রকল্পের অধীনে- ৮০লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে একটি টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমি নির্মাণ কাজ।
এছাড়াও তিনি ভার্চুয়ালি জয়পুরহাট জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় একটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস্ নির্মাণ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- এলজিডির আওতায় বিভিন্ন উপজেলায় ৭টি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ ও গণপূর্ত বিভাগের আওতায় একটি উপজেলায় সাব রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।