শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোটার নয়: ইসি

জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোটার নয় ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকলেই একজন নাগরিক ভোটার হিসেবে গণ্য হবেন না। সেক্ষেত্রে ওই নাগরিককে অবশ্যই ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী হতে হবে।

সোমবার (১৩ নভেম্বর) ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আসাদুল হক গণমাধ্যমকে এ তথ্য জানায়।

আসাদুল হক জানান, নির্বাচন কমিশন ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ১৬ ও ১৭ বছর বয়সীদেরও জাতীয় পরিচয়পত্র দিয়ে থাকে, তবে তারা ভোটার নয়।

যারা ভোট দিতে পারবেন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনিই ভোট দিতে পারবেন যিনি বাংলাদেশি নাগরিক, ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী (অর্থাৎ ২০০৫ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিক), সংশ্লিষ্ট ভোটার এলাকা/নির্বাচনী এলাকার অধিবাসী এবং যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

যারা ভোট দিতে পারবেন না: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনিই ভোট দিতে পারবেন না যার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত নেই, ২০০৫ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণকারী নাগরিক, আদালত ঘোষিত অপ্রকৃতিস্থ ব্যক্তি, বিশেষ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সুনামগঞ্জে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদতবার্ষিকী পালন

সংবাদটি শেয়ার করুন