ঢাকা | মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা

আগামী ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস। এবারের প্রতিপাদ্যের বিষয় ‘জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান’। দিবসটি পালনে মঙ্গলবার সকালে আলোচনা সভার আয়োজন করে নীলফামারী সিভিল সার্জন অফিস।

সিভিল সার্জন অফিসের সন্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগামের সহযোগীতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএমএ এর সাধারণ সম্পাদক ডা: দিলীপ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোহাম্মদ মোস্তফা মঞ্জুর পিপিএম, মেডিকেল অফিসার(ডিজিজ কন্ট্রোল) ডা: ইমরান কবির, স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের প্রমূখ।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: আবু হেনা মোস্তফা কামাল জানান, মরণঘাতী জলাতঙ্ক বহু পুরনো সংক্রামক রোগ। এই রোগের লক্ষণ দেখা দিলে মৃত্যু অনিবার্য। তবে সময়মত সঠিক ব্যবস্থা তথা টিকা গ্রহণ করলে এই রোগ শতভাগ প্রতিরোধযোগ্য। কুকুর, বিড়াল, বানর, বেঞ্জী ও শিয়ালের কামড় বা আঁচর দিলে সাথে সাথে সাবান পানি দিয়ে আক্রান্ত স্থান কমপক্ষে ১৫ মিনিট ধৌত করতে হবে। এরপর যথা সময়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিলে এর প্রতিরোধ করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন