শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে ডেঙ্গুতে দুই গৃহবধুর মৃত্যু, নতুন ভর্তি ১২৫ জন

ফরিদপুরে ডেঙ্গুতে দুই গৃহবধুর মৃত্যু

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন দুই গৃহবধুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১২৫ জন রোগী। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩’শ ৯৯ জন রোগী।

নিহত দুই গৃহবধুর নাম ফেরদৌসি বেগম (৪৮) ও সুরাইয়া বেগম (২৫)। ফেরদৌসি বেগম জেলার নগরকান্দা উপজেলার জুংগুরদিয়া গামের আব্দুস সামাদের স্ত্রী। অপরজন সুরাইয়া বেগম গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী।

শনিবার (০২ সেপ্টেম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুরাইয়া বেগম বৃহস্পতিবার বিকালে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান তিনি। অপরদিকে গত ১৮ আগস্ট ফেরদৌসি বেগম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান ফেরদৌসি বেগম।

ডা. এনামুল হক আরো জানান, বর্তমানে হাসপাতালটিতে ১’শ ৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১শ ২৫ জন রোগী। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩’শ ৯৯ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন।

তিনি আরো জানান, জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯’শ ৭৬ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন ৪হাজার ৫শ ৬৩ জন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সাহায্য চাই না, মহারশি নদীতে বেড়িবাঁধ চাই

সংবাদটি শেয়ার করুন