শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীপুরের প্রকাশ্যে অস্ত্রের মহড়া, গুলির অভিযোগ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (মাওনা চৌরাস্তায়) প্রকাশ্যে গুলি ছোঁড়তে ছোঁড়তে মোটরসাইকেল মহড়ায় আতঙ্ক ছড়িয়েছে। বুধবার (৩১ আগস্ট) দিবাগত রাত আনুমাণিক ১১টার দিকে মাওনা চৌরাস্তা (প্রশিকা মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (মাওনা চৌরাস্তায়) প্রকাশ্যে গুলি ছোঁড়তে ছোঁড়তে মোটরসাইকেল মহড়ায় আতঙ্ক ছড়িয়েছে। বুধবার (৩১ আগস্ট) দিবাগত রাত আনুমাণিক ১১টার দিকে মাওনা চৌরাস্তা (প্রশিকা মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, সিসিটিভির ফুটেজ ও বিভিন্ন পক্ষের সাথে কথা বলে জানা গেছে, ঘটনার সময় কমপক্ষে ১৫টি মোটরসাইকেলযোগে একদল দুর্বৃত্ত প্রশিকা মোড়ের আজিজুর রহমান জনের “মাহবুব কার” শো রুমে প্রবেশ করে কয়েকটি প্রাইভেটকার ভাংচুর করে। এসময় তারা জনকে খোঁজতে থাকে। তাকে না পেয়ে হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে অবিরাম হর্ণ বাজিয়ে মোটরসাইকেল মহড়া দিতে থাকে। এসময় জন একটি মাইক্রোবাসের আড়ালে দুই সহকর্মীসহ লুকিয়ে থাকার চেষ্টা করে। হামলাকারীরা টের পেলে জন দুই সহকর্মীসহ দৌড়ে পালিয়ে যায়। পরে হামলাকারীরা মাইক্রোবাসটিতে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকটি আঘাত করে উচ্চ শব্দে হর্ণ বাজিয়ে স্থান ত্যাগ করে। ঘটনার আনুমাণিক ৩০ মিনিট পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সিসিটিভি’র ফুটেজটি ভাইরাল হয়।

এ ঘটনায় আজিজুর রহমান জন জানান, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল ও তার লোকজনকে মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। তিনি ট্রিপল নাইনে ফোনের পর পুলিশ আসার আগেই পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে।

গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল জানান, অভিযোগকারীর সাথে আমার গাড়ী ক্রয় সংক্রান্ত লেনদেন রয়েছে। আমার কোনো লোক এ হামলার সাথে জড়িত নয়। যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য বেরিয়ে আসবে।

আরও পড়ুনঃ  ঢাকায় জমি-ফ্ল্যাট কালো টাকায়!

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো: নাসিম প্রকাশ্যে গুলি ঘটনা এড়িয়ে গিয়ে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন