শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের সাথে প্রশাসনের শুভেচ্ছা বিনিময়

গাজীপুরের কালীগঞ্জে ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত স্থানীয় সন্তানদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ( ৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।

গাজীপুরের কালীগঞ্জে ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত স্থানীয় সন্তানদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ( ৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া বক্তব্য রাখেন।

এ সময় নতুনদের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ইউএনও এবং এসি ল্যান্ড। এছাড়া ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা প্রশ্নের উত্তর দেন তারা।

৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডার অরুপ কুমার দাস ও হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন, শিক্ষা ক্যাডার আবদুল কাইয়ুম, অনিরুদ্ধ কর অনিক, তানজিনা খানম এবং গণপূর্ত ক্যাডার সাজিদ রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকল ক্যাডারকে ফুল দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে বরণ করেন ইউএনও এবং এসি ল্যান্ড। পরে তাদের প্রত্যেকের হাতে উপজেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক উপহার তুলে দেন।

উল্লেখ্য, গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে ৪১তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ৯ জন সুপারিশপ্রাপ্ত হন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  এক দিনে আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ১৭৯০

সংবাদটি শেয়ার করুন